NID slip number showing wrong
NID ফরম নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র সার্চ করলে যদি ভুল দেখায়! অথবা কোনো তথ্য না আসে, তাহলে কিভাবে সমাধান করবেন জানতে হলে দেখুন এই পোস্ট। অনেকের স্লিপ নাম্বার ভুল দেখায়, এই সমস্যার সমাধান মাত্র কয়েক সেকেন্ডে করতে পারবেন।
ভোটার স্লিপ দিয়ে আইডি কার্ড দেখতে অনেকই বাংলাদেশ ইলেকশন কমিশন ওয়েবসাইটে অনুসন্ধান করে থাকেন। কিন্তু, ফর্ম নাম্বার দিয়ে এন আইড সার্চ করার পর দেখা যায় আমাদের দেওয়া তথ্য ভুল দেখাচ্ছে। অথবা, প্রয়োজনীয় কোনো তথ্য আসতেছে না। এর জন্য আপনাকে নির্বাচন অফিসে যেতে হবে না! ঘরে বসে স্লিপ দিয়ে আইডি কার্ড দেখা যাবে।
NID ফরম নাম্বার ভুল দেখায় কি কারণে।
যদি, আপনি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে একটি ফরম বা nid স্লিপ নম্বর দেওয়া হয়েছে। যার, মাধ্যমে নির্বাচন অফিসে না গিয়েই জানা যাবে এনআইডি হয়েছে কিনা। কিন্তু, সেই স্লিপ নাম্বার দিয়ে আইডি অনুসন্ধান করার পরেও যদি তথ্য না আসে, তাহলে এখানে বেশ কয়েকটি ভুল থাকতে পারে। সেগুলো কিভাবে সমাধান করবো বা কিভাবে সার্চ করলে আইডি কার্ড পাবো।
এনআইডি ফরম নাম্বার ভুল দেখাতে পারে এমন কয়েকটি কারণ হলো: ভুল জন্ম তারিখ দেওয়া, সঠিক স্লিপ নাম্বার না লিখা, ক্যাপচা কোড পূরণ না করা, অথবা, ইনপুট তথ্য বাংলায় লিখলে আপনার জাতীয় পরিচয়পত্রের তথ্য আসবে না। আপনাকে খেয়াল রাখতে হবে প্রতিটি তথ্য যেনো সঠিক হয়।
এবং, আপনাকে সকল তথ্য ইংরেজিতে ইনপুট করতে হবে। যদি বাংলায় তথ্য সাবমিট করেন তাহলে এই সমস্যাটা আসবে। এবং, আপনি NID ওয়েবসাইটে একাউন্ট নিবন্ধন করতে পারবেন না। এছাড়াও সকল তথ্য দেওয়ার পরেও যদি স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড না আসে, তাহলে কিভাবে সমাধান করবেন। এরজন্য নিচের নিয়ম অনুসরণ করতে হবে।
স্লিপ নাম্বার দিয়ে এনআইডি দেখার সঠিক নিয়ম।
যদি আপনার ভোটার স্লিপ নাম্বার দিয়ে nid কার্ড না আসে! সেক্ষেত্রে nid slip number লিখার পূর্বে NIDFN লিখতে হবে। কোনো প্রকার স্পেস দেওয়া হবে না। ভোটার স্লিপ নাম্বার 147752727 এভাবে দিলে কোনো তথ্য আসবে না। ফরম নাম্বার দিয়ে নতুন ভোটার আইডি কার্ড দেখার জন্য NIDFN147752727 এভাবে লিখতে হবে। তাহলে আপনার nid দেখা যাবে।
ভোটার সকল তথ্য জমা দেওয়ার পর ৩ সপ্তাহ বা ১ মাস পর আপনি অনলাইনে ভোটার স্লিপ নাম্বার দিয়ে আইডি কার্ড সার্চ করতে পারবেন। এছাড়াও, যখন আপনার এনআইডি তথ্য অনলাইনে আপলোড হবে, তখন আপনাকে ১০৫ নাম্বার থেকে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তখন, আপনি অনলাইনে থেকে আপনার এনআডি সার্ভারকপি ডাউনলোড অথবা, ভোটার আইডি কার্ড দেখতে পারবেন।
অনেকেই রয়েছে ভোটার তথ্য জমা দেওয়ার ১০/১৫ দিন পর অনলাইনে তথ্য খোঁজে থাকেন! এক্ষেত্রে স্লিপ নাম্বার দিয়ে ভোটার আইডি কার্ড তথ্য আসার সম্ভবনা একদমই নেই। সেজন্য আপনাকে কিছুদিন সময় অপেক্ষা করতে হবে। যদি, এসএমএস না আসে তাহলে আপনি ১ মাস পর এই নিয়ম অনুযায়ী অনলাইনে নতুন এনআইডি সার্চ করতে পারেন।
নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করার কয়েকমাস পর ভোটার আইডির কার্ড প্রদান করে। তবে, আপনি চাইলে ১ মাস পর আপনার এনআইডি অনলাইনকপি করতে পারবেন। এবং, সেটি যেকোনো কাজে ব্যবহার করতে পারবেন।
ফরম নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে।
অনেকের প্রশ্ন থাকে যে, ফরম নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র পাওয়া যাবে? উত্তর হলো, জ্বি পাওয়া যাবে। অর্থাৎ, যদি আপনি সঠিক ভাবে nid website রেজিস্ট্রেশন করতে পারেন! তাহলে সেখানে কিছু তথ্য দিয়ে অনলাইন কপি ডাউনলোড করতে পারবেন।
এরজন্য মোবাইল নাম্বারে OTP এবং ফেস ভেরিফিকেশন করতে হবে। এরপর আপনি এনআইডি অনলাইন কপি পিডিএফ পেয়ে যাবেন। সেখানে আপনার জাতীয় পরিচয়পত্রের নম্বর দেখতে পারবেন। এবং, এই কার্ড দিয়ে সকল ধরনের কাজ করা যাবে।
জরুরি প্রয়োজনে এনআইডি কার্ড দকরার হলে, আপনি স্লিপ নাম্বার দিয়ে জাতীয় পরিচয়পত্র পেয়ে যাবেন। এবং, স্মার্ট কার্ড না আশা পর্যন্ত এটি ব্যবহার করতে পারবেন। কেননা, স্মার্ট কার্ড পেতে সময় কিছুটা বেশি লাগে। এই সময় আপনি অনলাইন কপি ব্যবহার করতে পারেন।
যদি, আপনার আরো কোনো প্রশ্ন থাকে! আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। এবং, জাতীয় পরিচয়পত্র বা nid বিষয়ে নিয়মিত পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন। ধন্যবাদ।

0 Comments